মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের পঞ্চম শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের। প্রতি বারের মতো এবারও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে আটটি দল।
করোনা মহামারিতে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী আসর থেকে আরও একটি বাড়তি দল নিয়ে আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বোর্ডের একটি সূত্র ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে এমনটিই জানিয়েছে। নতুন এই দলটি হবে আহমেদাবাদকে কেন্দ্র করে। যেখানে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম।
এছাড়া আগামী আসরে পুরো নিলামই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পত্রিকাটি। গুঞ্জন ছিল আইপিএলের পরবর্তী আসরে খেলোয়াড় বেঁচা-কেনা হবে সংক্ষিপ্ত পরিসরে। তবে তেমনটি হচ্ছে না।
ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবার আইপিএল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। আগামী আসরেই আবারও টুর্নামেন্টটি ভারতে ফেরাতে চায় বিসিসিআই।
আট দল নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে ফাইনালে খেলে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। একপেশে ম্যাচে দিল্লিকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে রোহিত শর্মার দল।