My Sports App Download
500 MB Free on Subscription


উইকেট কিপিং ছেড়ে দেওয়ার ব্যাপারে মুশফিকই সিদ্ধান্ত নেবে : মাহমুদউল্লাহ

শেষ কয়েক বছর গ্লাভস হাতে মুশফিকের ভূমিকা নিয়ে জোড়ালো সমালোচনা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই একাধিক ভুল করেছেন মুশফিক। বিশেষ করে ক্রাইস্টচার্চে জিমি নিশামের ক্যাচ ফেলে দেন মুশফিক। ফলে জয়ের সম্ভাবনা থাকা ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের। শুক্রবার শেষ ওয়ানডেতে আবারও ক্যাচ মিস করেন মুশফিক। অষ্টম ওভারে তাসকিনের বলে ক্যাচ দেন হেনরি নিকোলস, সেটি ধরতে ব্যর্থ হন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

মুশফিকের কিপিংয়ে এ ধরনের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে আলোচনা চলছে। 'টেকনিক্যালি দেশের সেরা ব্যাটসম্যান' যেন কেবলই ব্যটিংয়ে মনোযোগ দেন- এমন পরামর্শও দিয়েছেন ক্রিকেট বিশ্লেষকসহ অনেকেই। যদিও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এই সিদ্ধান্তটা মুশিফিকের উপরই ছাপিয়ে দিতে চান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বাংলাদেশ দলের সবাই কিন্তু জেতার জন্যই খেলে। মুশফিকও এর অংশ। সেও জেতার জন্যই খেলে। আমি মনে করি, এ সিদ্ধান্তটা নেয়ার জন্য মুশফিকই সেরা ব্যক্তি যে সে এখন কিপিং গ্লাভসটা তুলে রেখে ব্যাটিংয়ে মনোযোগ দেবে কি না। এই সিদ্ধান্তটা আমিও ওর কাছেই রাখতে চাই। এটা আমি ওভাবে আলাপ না করে বলতে চাই, হি ইজ আ ভেরি গুড থিংকার।’

মাহমুদউল্লাহ আরও বলেছেন, ‘ও(মুশফিক) খুব ভালো চিন্তা করে। বাংলাদেশ দলের জন্য চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে। এটা ও চিন্তা করবে যে, যেহেতু লিটন-মিঠুন আছে, আমার কিপিংটা আগের মতো হচ্ছে না, ওদের একজনকে গ্লাভসটা ছেড়ে দেবো কি না? এটার সিদ্ধান্ত ও নিলেই সবচেয়ে ভালো হবে। একজন সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক হিসেবে ওর তো অনেক দায়িত্ব আছে।’

  •