My Sports App Download
500 MB Free on Subscription


টেস্ট খেলতে প্রথমবার ক্যান্ডিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার নেগোম্বো থেকে সোমবার দুপুরে ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানে ৩ মে পর্যন্ত থাকবেন মুমিনুল, তামিমরা। প্রথমবার টেস্ট খেলতে ক্যান্ডি গিয়েছে বাংলাদেশ।

ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।তিন দিনের কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলনের পর ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের ভেতরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি নেই খুব একটা। তবে ম্যাচ অনুশীলন বরাবরই বড় কিছু। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে দল।

বুধবার মাঠে নামার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করবে দল। বাংলাদেশ বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কা গেলেও এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি। আজই ১৮ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।