My Sports App Download
500 MB Free on Subscription


২০ বছর পূর্তির দিনে মুশফিকের অঙ্গিকার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ বছর আগে আজকের দিনে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে ২০ বছর পার করে ২১ বছরে পা দিয়েছে বাংলাদেশ। দিনটিকে স্মরণ করলেন টেস্ট ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্টের দুই দশক পূর্তিতে বাংলাদেশের সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যান আগামীদিনগুলোতে প্রত্যাশা পূরণ করার অঙ্গিকার করে পোস্ট দিয়েছেন। নিজের ক্যারিয়ারের বেশ কিছু ছবি সংযুক্ত করে নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আজ আমাদের টেস্ট ক্রিকেটের ২০ বছর পূর্ণ হয়েছে। যদিও এই ফরম্যাটে আমরা আমাদের প্রত্যাশা সাফল্য অর্জন করতে পারিনি। তবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা এই ফরম্যাটে অনেক দূর যাবো। আপনাদের মুখে হাসি ফোটাবো।’

সাবেক অধিনায়ক মাশরাফিও দিনটির কথা ভুলে যাননি। বাংলাদেশের টেস্ট অভিষেক হওয়ার এক বছর ৮ দিনের মাথায় নিজেও যে টেস্ট ক্যাপ পড়েন। মাশরাফি নিজের ফ্যান পেজে লিখেছেন, ১০ নভেম্বর, ২০০০: টেস্ট ক্রিকেটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। 8 নভেম্বর, ২০০১: আমি যে খেলাটা পছন্দ করি সেই খেলায় আমার যাত্রা শুরু হয়েছিল।’নারী দলের ক্রিকেটার জাহানারা আলম নিজের পেজে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে বিশ বছরে বাংলাদেশ। শুভকামনা বাংলাদেশ দলের জন্য । টেস্ট ক্রিকেট খেলেই একজন ক্রিকেটার পরিপূর্ণ ক্রিকেটার হয় স্বপ্ন দেখি আমরাও একদিন টেস্ট ক্রিকেট খেলব।’