My Sports App Download
500 MB Free on Subscription


উইকেটের দায় দিলেন তামিম!

ঘরের মাঠ, চেনা পরিবেশ আর নিজেদের চাওয়া মতো উইকেট। তারপর পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিংয়ে গত দুইদিন আধিপত্য বিস্তার করে খেলেছেন সফরকারীরা। স্পিনবান্ধব উইকেটে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ‘স্পিন বান্ধব’ এই উইকেটে রাজত্ব করলেন আবু জায়েদ রাহী। তবে কেনই একাদশে বিশেষজ্ঞ তিনজন স্পিনার?

২৮ ওভারে ৯৮ রান খরচায় চার উইকেট নিয়েছেন তামিম। তাইজুল শেষ দুই ওভারে সাফল্য পেলেও তার বোলিংঅবলিলায় খেলেছে ক্যারিবীয়ন ব্যাটসম্যানরা। আলজারি জোসেফও খেলেন ৮২ রানের ইনিংস। রাহীর ভালো বোলিং দেখার পর একজন বিশেষজ্ঞ পেসারের অভাব অনুভব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম উইকেটের দোহাই দিলেন।

বাংলাদেশের সেরা ওপেনার তামিম বলেছেন, ‘দেখেন যে প্ল্যানটা ছিল সেটাতো যে উইকেট দেখছি তার জন্য ছিলো। যখন ঘরের মাঠে কোন দল তিন স্পিনার নেয় তখন খুব স্বাভাবিক ভাবেই স্পিন নির্ভর উইকেট হওয়ার কথা। আমরা আরও বেশি স্পিন ধরবে বলে আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে স্পিন হয়নি।’

তামিম আরও বলেছেন, ‘আমরা একটা প্ল্যান সেট করে এগিয়েছিলাম। এখন উইকেট স্পিনারদের সাহায্য না করায় এটা নিয়ে অনেক কথা হতে পারে। আমরা জিতেছিলাম দুইটা বড় দলের সাথে, এছাড়া এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই শেষ যখন জিতেছি তখনও একই কম্বিনেশনেই সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার উইকেট স্পিনারদের সাহায্য করেনি, দেখা যাক কি হয়।‘

  •