My Sports App Download
500 MB Free on Subscription


উপভোগের মন্ত্রই ভরসা তামিমের!

টুর্নামেন্ট শুরুর আগে দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। তবুও এই দলকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন ওয়ানডে অধিনায়ক। জয়ের দ্রাড়প্রান্তে দাঁড়িয়েও শেষ ওভারে হারতে হয়েছিল বরিশালকে। দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলেও তৃতীয় ম্যাচে এসে আবারো হারতে হয়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। পরের ম্যাচগুলোতে ভালো করতে উপভোগের মন্ত্রকেই ভরসা রাখতে চাইছেন বরিশালের অধিনায়ক তামিম।

সোমবার ভালো অবস্থায় থেকে সেট দুই ব্যাটসম্যানের আউটকেই দুষলেন তামিম। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তামিম। ৩২ বলে ৩২ রান করে আউট হওয়ার পর দায়িত্ব চাপে আফিফের কাঁধে। জাতীয় দলের জার্সিতে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা আফিফ সেই পথেই ছিলেন। কিন্তু ২২ বলে ২৪ রান করে তিনি ফিরে যান দলকে খাদের কিনাড়ায় ফেলে।সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা দুইজনই অভিজ্ঞ, আমাদের দায়িত্ব নেওয়া উচিৎ ছিল। টি-টোয়েন্টিতে ২০-৩০ রানে আউট হয়ে যাওয়া পাপের মত। কারণ আমরা যথেষ্ট বল খেলতে পেরেছি, উইকেটের আচরণ যাচাই করতে পেরেছি। আমি আর আফিফ যেহেতু উইকেটে অনেকক্ষণ থেকেছি, আমাদের অন্তত একজনের উচিৎ ছিল ম্যাচ শেষ করে আসা। ওই দুই উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে। ঐ সময়ে ভালো ব্যাট করলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকতো। হৃদয় আর ইরফানের উইকেট বেশি মূল্যবান ছিল, কারণ তখনও আমরা ম্যাচে টিকে ছিলাম। 

গাজী গ্রুপ আগে ব্যাটিং করে ১৫১ রান করেছেন। তামিম মনে করেন ১৫ রান বেশি দিয়েছেন তারা, ‘তারা ব্যাট হাতে ভালো শুরু করেছিল, এরপর আমরাও ম্যাচে ফিরেছিলাম। উইকেট ব্যাটিংয়ের জন্য এত ভালো ছিল না। তারপরও আমরা ১৫ রানের মত অতিরিক্ত দিয়ে ফেলেছি।'১৯তম ওভারে আবু জায়েদ রাহীকে তিন ছক্কা হজম করতে হয়। রাহীকে কাঠগড়ায় না দাঁড় করালেও তামিম মনে করেন, ‘আমরা গুরুত্বপূর্ণ সময়ে একটি ক্যাচ হাতছাড়া করেছি। এক ওভারে তিনটি ছক্কা হজম করতে হয়েছে। তবে খেলোয়াড়দের দোষ দেওয়ার কিছু নেই, এটা খেলারই অংশ। ব্যাট হাতে আমরাও ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু একপর্যায়ে উইকেট হারাতে থাকি।’তিন ম্যাচ শেষে এক জয় বরিশালের নামের পাশে। ফলাফলের দিকে না তাকিয়ে খেলটাকে উপভোগ করার মন্ত্রে দীক্ষিত হতে আহবান জানিয়েছেন তামিম, ‘মূল বিষয় হল আমরা খেলা উপভোগ করছি কি না। ফলাফল বড় কথা নয়। প্রথম ম্যাচে অনেক রোমাঞ্চকর ছিল। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। আজকে আবার হারলাম। আমরা এই ম্যাচ থেকে কিছু শিক্ষা নিতে পারি। কারণ জয় কখনোই অসম্ভব ছিল না।’

  •