My Sports App Download
500 MB Free on Subscription


কাতারে ফুটবল ম্যাচ, পিছিয়ে গেলো বঙ্গবন্ধু কাপের সূচী

শুক্রবার রাত ১০ টায় কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া শুক্রবার জুম্মার নামায। এই দুটি বিয়ষ মাথায় রেখে শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচীতে পরিবর্তন আনছে বিসিবি।

আগের সূচী অনুযায়ি শুক্রবারের প্রথম ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায় ও শেষ হওয়ার সময় বিকেল ৫টা ২০ মিনিটে। আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ১০টা ২০ মিনিট অবধি চলার কথা। কিন্তু এখন ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে অনেকটা। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, শেষ হবে রাত ৮টা ২০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়। 

প্রথম ম্যাচের টস হবে সকাল সাড়ে ১১টায়। আর দ্বিতীয় ম্যাচের টসের সময় নির্ধারিত আছে বিকেল সাড়ে ৪ টায়। দুপুরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে অবশ্য ম্যাচ পেছানোর কারন জানায়নি বিসিবি।এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাজী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন, ‘মূলত জুমার নামাজ এবং রাতে বাংলাদেশের ফুটবল ম্যাচের কথা চিন্তা করেই আমরা সূচিতে রদবদল এনেছি।’

৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় অবস্থানে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৪ ম্যাচে সমান ২ জয়ে নীট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে জেমকন খুলনা। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল চার নম্বরে। নেট রান রেটে বরিশালের চেয়ে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে আছে বেক্সিমকো ঢাকা।

  •