বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাঁচদিনের পর অতিরিক্ত একটি দিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ভারত-নিউজিল্যান্ড ফাইনালের প্রথম দিন পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এখন যা পরিস্থিতি, তাতে বাকি চারদিনে খেলার ফয়সালা না হলে ষষ্ঠ দিন খেলা হবে।
এই বিশেষ ম্যাচের জন্য আগে থেকেই বাড়তি একটা দিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। বলা হয়েছে, নষ্ট হওয়া সময় যদি নির্ধারিত পাঁচ দিনে পুষিয়ে দেওয়া না যায়, তখনই ষষ্ঠ দিনে খেলা গড়াবে। যদি নষ্ট হওয়া সময় নির্ধারিত পাঁচ দিনের মধ্যে পুষিয়ে দেওয়া যায়, তাহলে আর ষষ্ঠ দিন খেলা হবে না। সেক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে গেলেও বাড়তি খেলা হবে না।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নির্ধারিত সময়ের খেলা নষ্ট হলে রিজার্ভ ডে কী ভাবে ব্যবহার করা হবে, সে ব্যাপারে ম্যাচ রেফারি জানাতে থাকবেন। রিজার্ভ ডে কাজে লাগানো হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পঞ্চম দিন শেষ ঘণ্টার খেলা শুরু হওয়ার ঠিক আগে।’
যেহেতু প্রথম দিনের পুরোটাই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে, তাই ২২ জুনের মধ্যে খেলার ফয়সালা না হলে ২৩ জুন, বুধবার ষষ্ঠ দিন খেলা হবে, ধরেই নেওয়া যায়।