My Sports App Download
500 MB Free on Subscription


রাজ্জাকের অভিজ্ঞতা দল নির্বাচনে কাজে লাগবে: প্রধান নির্বাচক

জাতীয় নির্বাচক কমিটিতে দীর্ঘ দিন ধরে শূন্য হয়ে ছিল তৃতীয় নির্বাচক পদটি। সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়ে সেই পদটি পূরণ করেছে বিসিবি। এখন থেকে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে এখন থেকে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার। দল নির্বাচনে নতুন আরেকজনকে পেয়ে দারুন উচ্ছ্বাসিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

রবিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘ওর (রাজ্জাক) জন্য শুভ কামনা থাকবে। আমরা যেভাবে কাজ করছি আমাদের সাথে কাজ করবে। আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। আমরা দুজন অনেকদিন ধরে কাজ করছি। এই অভিজ্ঞতাটা কাজে লাগানো যাবে। ওর খেলোয়াড়ি ক্যারিয়ারও অনেক সফল। আমি মনে করি নির্বাচক হিসেবেও ও সাকসেফুল হবে ইন শা আল্লাহ।’

জাতীয় দল ছাড়াও ‘এ’ দল, এইচপি টিম, জাতীয় লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয় নির্বাচকদের। ২০১৭ সালের আগস্ট থেকে নান্নু ও হাবিবুল কাজগুলো করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায় একজন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরি হয়েছিল। তিন জন মিলে আলোচনার মাধ্যমে সেরা একটি দল নির্বাচন করার প্রত্যয় প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘সব সময়তো আলোচনার মাধ্যমেই দল গঠন করা অবশ্যই ভালো, একটা ভালো দিক। কারণ আলোচনা যদি না থাকে, তাহলে কাজ করা কঠিন। এখন তিনজন আছি, সবাইকেই ক্রিকেট ফলো করতে হয়। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এজন্য তিনজন থাকাটা জরুরী।