My Sports App Download
500 MB Free on Subscription


কোভিড নেগেটিভ মাশরাফি অনুশীলনে যোগ দিয়েছেন

লটারিতে জেমকন খুলনা জিতে নেয় মাশরাফি বিন মুর্তজাকে। তারপরও টুর্নামেন্টে অংশ নিতে একটি বাধা ছিলো। সেটি উৎরে গেলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। রবিবার করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছেন তিনি। আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মাশরাফির।

রবিবার রাতে নেগেটিভ হয়েই মিরপুরের অনুশীলনে চলে আসেন মাশরাফি। জেমকন খুলনার অনুশীলন না থাকলে মাশরাফি ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন। সোমবার বেলা একটার দিকে মাঠে আসেন। এরপর কিছুক্ষণ ওয়ার্মআপ করে বোলিং অনুশীলন শুরু করেন। শুরুতে অল্প রান আপে বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি ও রানআপ বাড়িয়েছেন। আজকে ছাড়াও গত কিছুদিন ধরেই বোলিং অনুশীলন করছেন মাশরাফি। গত ১ ডিসেম্বর দীর্ঘ বিরতি কাটিয়ে বোলিং শুরু করেন তিনি। মিরপুরের একাডেমি ও সিটি ক্লাব মাঠে চলে মাশরাফির অনুশীলন।

জেমকন খুলনার জার্সিতে মাশরাফি সতীর্থ হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে।  রবিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে মাশরাফিকে নিতে লটারি হয়। খুলনা বাদে তাকে পাওয়ার প্রত্যাশায় ছিল বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশালের।মাঠে নামার পূর্বে শর্ত ছিল, মাশরাফিকে পাস করতে হবে ফিটনেস টেস্ট। সেটিও পেরিয়ে যান মাশরাফি।মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। মিরপুর শেরেবাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। হয়তো এ ম্যাচ দিয়েই বিরতি ভাঙ্গবেন মাশরাফি। 

সাবেক অধিনায়ক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন। এরপর মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। কুড়ি ওভারের ম্যাচ হিসেব করলে মাশরাফির শেষ ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে। চলতি বছর জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন সাবেক এই অধিনায়ক।গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপে খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। কিন্তু ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না।

  •