My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবের না থাকা নিয়ে মাথাব্যথা নেই ক্যারিবীয় কোচের

ওয়ানডে সিরিজেই চোট পেয়েছিলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে সাকিব একেবারে মাঠের বাইরেই চলে গেছেন। দলও হেরেছে লজ্জাজনকভাবে। দুঃখের সংবাদ হলো, আসন্ন ঢাকা টেস্টেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। বহুদিন পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা এটি। সাকিবকে ছাড়া বাংলাদেশের অবস্থা কতটা করুণ হয়, তা চট্টগ্রামেই টের পাওয়া গেছে। এমন মুহূর্তে সাকিবকে নিয়ে কী ভাবছে উইন্ডিজ শিবির?

চট্টগ্রাম টেস্ট শেষে মুখ ভার করে অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, সাকিব থাকলে ফলাফলটা অন্যরকম হতে পারত। তবে সাকিবের না থাকা নিয়ে ভাবছেন না উইন্ডিজ কোচ ফিল সিমন্স। তিনি বলেছেন, 'সাকিবের মতো ভালো হয়তো নেই, কিন্তু এক টেস্টের জন্য তারা নিশ্চয়ই যথেষ্ট ভালো কাউকে দলে নেবে। সাকিবের অনুপস্থিতিতে আমাদের সুবিধা হবে, এমনটা ভাবছি না।ঢাকা টেস্ট আমাদের জন্য মোটেও সহজ হবে না।'

বহুদিন পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা দেখছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে বাংলাদেশের পারফর্মেন্সের উন্নতি না হলে এমনটা হতেও পারে। পঞ্চম দিনের উইকেটেও তারা ৩৯৫ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। এমন ঘটনার উচ্ছসিত প্রশংসা করেন সিমন্স, 'এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এবং ওয়েস্ট ইন্ডিজের সব মানুষের জন্য অনেক বড় ঘটনা। এমন সময়ে এত দারুণ এক জয়ে ওয়েস্ট ইন্ডিজের মানুষের মন ভালো করে দিয়েছে। এই অন্ধকার সময়ে আলো এনে দিয়েছি। কিছু কিছু দ্বীপে অনেক সংক্রমণের (করোনা) ঘটনা ঘটেছে।'

  •