My Sports App Download
500 MB Free on Subscription


তাসকিনের বাঁহাতে ৩ সেলাই, ৭২ ঘন্টার পর্যবেক্ষণে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেকে সামনে রেখে রবিবার (১০ জানুয়ারি) দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকায় অনুময়েভাবেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথমদিনের অনুশীলনে কোনো সমস্যা না হলেও সোমবার (১১ জানুয়ারি) ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার।

নেটে অনুশীলন করার সময় তামিম ইকবালের স্ট্রেইট ড্রাইভ করা বল আটকাতেই গিয়েই বিপাকে পড়তে হয় তাঁকে। তাতে তাঁর বাঁহাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। ফলে তিনটি সেলাই দিতে হয়েছে সেখানে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এই পেসার।

যদিও তাঁকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ শুধু মাত্র চামড়াতে সমস্যা হয়েছে তাঁর। তারপরও আগামী ৭২ ঘণ্টা অনুশীলন করতে পারবেন না তাসকিন। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের পরই নিশ্চিত হওয়া যাবে তিনি খেলতে পারবেন কি না।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে মনজুর হোসাইন বলেন, ‘তাসকিন আল্লাহর রহমতে ভালো আছে। কাল (গতকাল) তিনটা সেলাই পড়ছে। সে আমাদের কাছে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছে। শুধু মাত্র চামড়ার সমস্যা হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। এটা ছোট একটা ইনজুরি। এখন পর্যন্ত আশা করা যায় সে ওয়ানডে সিরিজ খেলবে। যেহেতু সে যে হাত দিয়ে বল করে সেই হাতে ইনজুরি না।’

গেল কয়েক বছর ধরে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তাসকিনের। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরম্যান্স করে তাসকিন যখনই জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনেন তখনই হানা দেয় ইনজুরি। গেল কয়েক বছর ধরে কিছু দিন পর পরই ইনজুরিতে পড়তে দেখা গেছে এই পেসারকে।

জাতীয় দলের হয়ে নিজেকে বিলিয়ে দিতে লকডাইনে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। যার ফলও পেয়েছিলেন হাতেনাতে। ইনজুরি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন এই পেসার। তাতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক স্কোয়াডে জায়গা পান তিনি। তবে সেখানেও বাগড়া দিয়েছে ইনজুরি।