My Sports App Download
500 MB Free on Subscription


শহীদুলের সেঞ্চুরিতে জয়ের কাছে ঢাকা মেট্রো

বোলিংটা মূল দায়িত্ব হলেও জাতীয় লিগের প্রথম রাউন্ডে ব্যাটসম্যান হয়ে উঠলে শহীদুল ইসলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে চার হাফ সেঞ্চুরি থাকলেও ছিলো না কোন সেঞ্চুরি। সেই শহীদুল বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে জয়ের খুব কাছে ঢাকা মেট্রো। অন্যদিকে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহীর ও বরিশালের মধ্যকার ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। চট্টগ্রামের জিততে চাই ৫ উইকেট। অন্যদিকে রাজশাহীর চাই ১৩৬ রান।

আজ (বুধবার) জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রোর আরেকটি সেঞ্চুরি হয়েছে। আগের দিন মার্শাল আইয়ুব শতক পেলেও আজ পেয়েছেন শহীদুল। তার সেঞ্চুরিতেই ৪১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে শহীদুলের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে ৮৩ রান ছিল সর্বোচ্চ। ১৫০ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৬ রানে ইনিংসটি খেলেন এই পেসার। তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে আবু হায়দার রনি করেন ৩৯ রান। এর আগে বল হাতে শহিদুল পেয়েছিলেন ১ উইকেট।

বরিশাল বিভাগের করা ২৪১ রানের জবাবে ঢাকা মেট্রো করে ৪১৩ রান। ১৭২ রানে পিছিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিন শেষে সাত উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৭ রান। ৫ রান এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা।ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে সেঞ্চুরিয়ান শহীদুল ৩৪ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া আবু হায়দার রনি ২টি এবং আরাফাত সানি ও শামসুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের এই ম্যাচটিতে দুই দলের জন্যই সমান সুযোগ রয়েছে। 

দ্বিতীয় দিনের শেষ বিকালে ৫ উইকেট হারিয়ে ৪৩ রান করা চট্টগ্রাম তৃতীয় দিনে ভালো করতে পারেনি। ফরহাদ রেজা, তাইজুল ও তৌহিদ হৃদয়ের বোলিংয়ের সামনে ১৪৭ রানে অলআউট হয় তারা। প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইরফান শুক্কুর। ৮০ বলে ৬৫ রান আসে তার ব্যাট থেকে। রাজশাহী জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য পায়। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৭ রান। জিততে হলে আরও ১৩৬ রান করতে হবে ফরহাদ রেজাদের। অন্যদিকে চট্টগ্রামের চাই ৫ উইকেট।

  •