My Sports App Download
500 MB Free on Subscription


ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই সফরকারীদের ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে প্রথম বারের মত টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসলো নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় একধাপ উন্নতি করে তাদের অবস্থান তৃতীয়।

টেস হেরে বেসিন রিজার্ভে প্রথমে বযআট করতে নেমে নিউজিল্যান্ড ৪৬০ রানের পাহাড় গড়ে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়। এরপর ফলোঅন করতে নেমেও সুবিধা করতে পারেনি। আগেরদিন আলোক স্বল্পতায় দিনের খেলা ২৮ মিনিট আগে শেষ না হলে হয়তো তৃতীয় দিনেই জিতে যেত স্বাগতিকরা।

অবশ্য দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখিয়েছেন জ্যাসন হোল্ডার ও জশুয়া দ্য সিলভা। সপ্তম উইকেটে তারা দুজন ৮২ রানের জুটি গড়ে এক সময় লিড নেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ২৫২ রানের মাথায় হোল্ডার ও ৩০৭ রানের মাথায় জশুয়া আউট হওয়ার পর পরাজয় বরণ করতে বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডার ৬১ ও জশুয়া ৫৭ রান করে আউট হন।

দ্বিতীয় ইনিংসে বল হাতে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন টিম সাউদি ও কাইল জেমিসন। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০টি উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন সাউদি ও জেমিসন।

অন্যদিকে ব্যাট হাতে নিউজিল্যান্ডের ৪৬০ রানের ইনিংসে হেনরি নিকোলস ১৭৪ রান করেছিলেন। অপরাজিত ৬৬ রান করেছিলেন ওয়াগনার। এ ছাড়া উইল ইয়াং ৪৩ ও দারিল মিশেল ৪২ রান করেছিলেন।বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ ৩টি করে এবং কেমার হোল্ডার ও রোস্টন চেস ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন হেনরি নিকোলস ও সিরিজ সেরা হন কাইল জেমিসন। এই ম্যাচে অবশ্য খেলেননি নিউজিল্যান্ডের নিয়মিত আধিনায়ক ও আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন। তিনি না খেললেও জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি নিউজিল্যান্ডকে।

এই জয়ের ফলএ অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলো তাঁরা। এছাড়াও চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায়ও ইংল্যান্ডকে টপকে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে কিউরা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ৪৬০/১০ হেনরি ১৭৪, ওয়াগনার ৬৬*; গ্যাব্রিয়েল ৩/৯৩, জোসেফ ৩/১০৯।

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস): ১৩১/১০ ব্ল্যাকউড ৬৯; সাউদি ৫/৩২, জেমিসন ৫/৩৪।

ওয়েস্ট ইন্ডিজ (ফলো অন): ৩১৭/১০ ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১, জসুয়া ৫৭; ওয়াগনার ৩/৫৪, বোল্ট ৩/৯৬।

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ: হেনরি নিকোলস

ম্যান অব দ্যা সিরিজ: কাইল জেমিসন

  •