ক্রিকেট উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার ব্রত আর ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও সংগঠকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল পিচ ফাউন্ডেশনের। যাত্রা কালেই যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের শুরু, তাদেরকে সম্মাননা জানিয়েছিল পিচ ফাউন্ডেশন। এবার ক্যান্সার আক্রান্ত আম্পায়ার নাদির শাহ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে দুই লাখ টাকার আর্থিক অনুদান দিলো এই সংগঠনটি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও নন্দিত ক্রিকেট সংগঠক ইফতেখার আহমেদ সম্প্রতি তাদের হাতে এই চেক তুলে দেন।চেক হস্তান্তর প্রসঙ্গে পিচ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবেদ আর নিজাম বলেছেন ‘মূলত অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতার জন্যই আমরা পিচ ফাউন্ডেশন গড়ে তুলেছি। দেশে এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা ক্রিকেটের পেছনে অগনিত সময় ব্যয় করেছেন। এখন তাদের সহায়তা দরকার। পিচ ফাউন্ডেশন তাদের পাশে থাকতে চায়।’গত ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে পিচ ফাউন্ডেশন। যাত্রা শুরুর দিনে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা জানিয়েছে। পাশাপাশি ফাউন্ডেশনটি বঙ্গবন্ধু তনয় মরহুম শেখ কামালকে আজীবন সম্মাননা দিয়েছিল।