My Sports App Download
500 MB Free on Subscription


২৮ নভেম্বর আসছে ওয়েস্ট ইন্ডিজের দুই পর্যবেক্ষক

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এই সফরের আগে দুই সদস্যের পর্যবেক্ষক দল আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসার বিয়ষটি নিশ্চিত করেছে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বর্তমান করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যু পরিদর্শন করবেন ওয়েস্ট ইন্ডিজের দুইজন প্রতিনিধি। সব কিছু পর্যবেক্ষণ করে বোর্ডে রিপোর্ট দেবেন দুই সদস্যের প্রতিনিধি দল। সেই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ সফর চূড়ান্ত করবে ক্যারিবিয়ান বোর্ড। এ প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘২৮ তারিখ দুই জন প্রতিনিধি আসছেন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটি। ঢাকা এবং চট্টগ্রাম দুটো ভেন্যুতে যাবে ওরা। ওখানের অবস্থা দেখে রিপোর্টটা দিবে ।’

ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যু নিয়েই চিন্তা করছে বিসিবি, ‘দুইটা ভেন্যু করছি আমরা। এই অবস্থায় জন্য বেশি করতে পারছি না। ঢাকা এবং চিটাগং এ ভেন্যু সিলেক্ট করেছি। সেভাবে আমরা আগাচ্ছি। ‘তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। অবশ্য পরিস্থিতির কারনে একটি টেস্ট কমেও যেতে পারে। টেস্ট কমলেও সিরিজ হওয়ার মিস হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না আকরাম খান, ‘কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো।