My Sports App Download
500 MB Free on Subscription


অন্তত একটি সেঞ্চুরি করতে চান আমব্রিস

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের সহ-অধিনায়ক সুনীল আমব্রিস। অনঅভিজ্ঞ ক্যারিবীয় দলে অভিজ্ঞদের মধ্যে একজন। কিন্তু তারকা ক্রিকেটারদের ভীড়ে ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত নন তিনি। তাই এই সিরিজে অন্তত একটি সেঞ্চুরি করে দলে জায়গা পাকা করতে চান এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আমব্রিসের। এরপর খেলেছেন মাত্র ১৩ টি ওয়ানডে,ব্যাটিং গড়ও ৫০ এর কাছাকাছি। ৪৪.৭০ গড়ে তিনি করেছেন ৪৪৭ রান। ৩ বছরের ক্যারিয়ারে ১৪৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংসও রয়েছে তাঁর।

তাই বাংলাদেশের ব্যাটিং সহায়ক উইকেটে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে অন্তত একটি সেঞ্চুরি হাঁকাতে বেশ আত্মবিশ্বাসী আমব্রিস। এই সিরিজকে কাজে লাগিয়ে সামনের সফরগুলোতে একাদশে জায়গা নিশ্চিত করাই লক্ষ্য এই ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের।

ভার্চুয়াল ব্যক্তিগতভাবে আমব্রিস, 'আমি রান করতে চাই। আমি অন্তত তিন ম্যাচে একটিতে সেঞ্চুরি পেতে চাই। এটিই প্রথম সফর যেখানে আমি বেশ আত্মবিশ্বাসী। আমি এই সিরিজকে এমনভাবে কাজে লাগাতে চাই যেন পরবর্তী সফরগুলোর একাদশে জায়গা নিশ্চিত থাকে।'

করোনা ভীতির কারণে এই সিরিজে বেশ অনঅভিজ্ঞ দল নিয়ে এসেছে উইন্ডিজরা। দলে অভিজ্ঞতার ঘাটতি মেনে নিলেও আমব্রিসের বিশ্বাস দলে এমন ব্যাটসম্যানও রয়েছেন যারা একবার দাড়িয়ে গেলে সিরিজের মোড় ঘুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন।

আমব্রিসের ভাষ্যমতে, 'মাইন্ডসেট একই আছে, ইতিবাচক আছি এবং চেষ্টা করছি অনভিজ্ঞদের উৎসাহ দিতে। যেন তারা শুধু ইতবাচক ক্রিকেটই খেলে। আমি মনে করি আমরা খুব অনভিজ্ঞ একটি ব্যাটিং দল। তবে আমাদের কাছে এক গুচ্ছ প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে যারা একবার দাঁড়িয়ে গেলে সিরিজের মোড় ঘুরে যেতে পারে।'