My Sports App Download
500 MB Free on Subscription


স্বপ্নের পথে শুরুর আগেই ইমনের হোঁচট

প্রতিভার প্রমাণ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ পর্যায়েই। যুব বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেকে আরেক ধাপ উপরে নিয়ে যান বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান। ৪২ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির মালিক হন ইমন।

ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করায় তাকে আরেকটু পরখ করে দেখতে চেয়েছিল জাতীয় দলের নির্বাচকরা। পরিকল্পনার অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে রাখা হয়েছিল ইমনকে। চূড়ান্ত দলের ভাবনায় রাখা না হলেও দুটি প্রস্তুতি ম্যাচে ইমনকে বাজিয়ে দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। এ আর হচ্ছে না। স্বপ্নের পথে শুরুর আগেই হোঁচট খেতে হলো ১৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। কুঁচকির পুরনো ব্যথা মাথা চাড়া দিয়ে ওঠায় দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ওঠা হয়নি ইমনের। আপাতত দলেরি সঙ্গে থাকা হচ্ছে না তার। চোটের কারণে প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে ইমনকে। তবে তার জায়গায় কাউকে দলে যুক্ত করা হচ্ছে না।

ইমনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পুরনো চোটে সে ভুগছে। কুঁচকির চোটটা বেড়েছে ওর। স্ক্যান করাতে ওকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী ওকে তিন দিন আইসোলেশনে থাকতে হবে। চোট সারতেও সময় লাগবে। এ কারণে ওকে দলে রাখা হচ্ছে না।শনিবার থেকে ওয়েস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ইমনও মাঠে এসেছিলেন। তবে অনুশীলনে নামেননি তিনি। রিপোর্টিং করে ড্রেসিংরুমে সময় কাটান এই তরুণ ক্রিকেটার।

  •