My Sports App Download
500 MB Free on Subscription


ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকার কারন জানালেন তামিম

ব্যাটিং করে ড্রেসিংরুমে ফিরেই হঠাৎই শরীর খারাপ অনুভব করছিলেন তামিম ইকবাল। যার কারনে বেক্সিমকো ঢাকার বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও ফিল্ডিংয়ের সময় মাঠে ছিলেন না ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার অবর্তমানে দলকে সামলেছেন মেহেদী হাসান মিরাজ।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ঢাকাকে দুই রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। আগামী সোমবার এলিমেনেটর ম্যাচে তামিমের দলের প্রতিপক্ষ মুশফিকের ঢাকা।তামিম বিসিবির মেডিকেল টিমের পরামর্শ মেনেই প্রথম ইনিংস শেষ হওয়ার আগে হোটেলে ফিরে গিয়েছিলেন। এক অডিও বার্তায় তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, 'গতকাল (শুক্রবার) থেকেই আমার শরীর একটু খারাপ ছিল।

আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।'রবিবার সকালে তামিমের বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা কর হবে। সব কিছু ঠিক থাকলে সোমবার এলিমেনেটর ম্যাচটি তিনি খেলবেন, 'কালকে (রবিবার) আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।'