শেষদিকে আলোকস্বল্পতার ঝামেলা এসে বাগড়া না দিলে দিনের শেষ কয়েকটি ওভার বাদ যেত না। শ্রীলঙ্কাও ২৯ রান করে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৭ উইকেটে ৫৪১ রান ছুঁয়ে ফেলত। সেইসঙ্গে পুরো দিনে একটা উইকেটের পতন ঘটাতে না পারা বাংলাদেশি বোলাররা চেয়ে চেয়ে দেখতেন স্বাগতিকদের লিড নেওয়ার দৃশ্য। কারণ পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশি বোলাররা একটা উইকেটও নিতে পারেনি! উইকেট নেওয়ার মতো কোনো বলও দেখা যায়নি।
আজকের দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। গতকাল ৩ উইকেটে ২২৯ রান নিয়ে তারা তৃতীয় দিন শেষ করেছিল। আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি অপরাজিত আছেন ৪১৯ বলে ২৫ বাউন্ডারিতে করা ২৩৪* রানে। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪* রানে অপরাজিত। তিনি বল খেলেছেন ২৭৮টি, হাঁকিয়েছেন ২০টি চার।
চতুর্থ দিনের শেষদিকে ওয়ানডে স্টাইলে রান তুলছিল লঙ্কানরা। শেষ ১০ ওভারে তারা তুলেছে ৫৫ রান। করুনারত্নে আর ধনাঞ্জয়ার গড়া অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৩২২* রান! নাটকীয় কিছু না হলে এই টেস্ট ড্র হতে যাচ্ছে। ব্যাটিং স্বর্গে বাংলাদেশি বোলাররা আজ যেভাবে নাকানি চুবানি খেলেন, সেটা মোটেও প্রত্যাশিত ছিল না। দুই বোলার 'সেঞ্চুরি' করেছেন; আর তাসকিন আহমেদ ৯১ রান দিয়ে 'সেঞ্চুরি'র দোরগোড়ায়।