My Sports App Download
500 MB Free on Subscription


মাহমুদউল্লাহর মন্ত্রে সফল খুলনার উদ্বোধনী জুটি

এনামুল হক বিজয় এবং ইমরুল কায়েসের মতো জাতীয় দলে খেলা ওপেনারদের নিয়ে দল সাজিয়েছিল জেমকন খুলনা। তবে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেননি তাদের দুজনের কেউই। যে কারণে ইতোমধ্যে দল থেকে জায়গা হারিয়েছেন বিজয়। তাদের বাজে পারফরম্যান্সের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই উদ্বোধনী জুটি নিয়ে অনেকটা ভুগছিল খুলনা।

যদিও নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে যেন জ্বলে উঠে দলের অস্বস্তি দুর করেছেন জহুরুল ইসলাম অমি এবং জাকির হাসান। বিজয়-ইমরুলরা যখন ব্যর্থ তখন চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েছে দলটির জাকির-জহুরুলরা। উদ্বোধনী জুটির ভালো করার পিছনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে কৃতজ্ঞ দিচ্ছেন জহুরুল।

ম্যাচ শেষে দলটির অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, জাকির এবং তাঁর পরিকল্পনা ছিল যে অধিনায়কের দেয়া প্ল্যান কাজে লাগানো। ম্যাচ শুরুর আগে মাহমুদউল্লাহ বলে দিয়েছিল যে প্রথম দুই ওভারে উইকেট না দেয়া। আর সেটাই তারা কার্যকর করার চেষ্টা করেছে।

জহুরুল বলেন, ‘হ্যাঁ, আসলে আমাদের টপঅর্ডার নিয়েই সমস্যা ছিল। আরলি অনেক উইকেট চলে যাচ্ছিলো তো আজকে আল্লাহর রহমতে আমার আর জাকিরের একটা প্ল্যান ছিল যেটা ক্যাপ্টেন দিয়ে দিছিলো যে প্রথম দুই ওভার যেন উইকেট না দেই। তো সিম্পল কিছু প্ল্যান নিয়েই কাজ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে রিয়াদ অনেক কথা বলছে কালকে তো এই জিনিসগুলাই কার্যকর করছিলাম। তো আল্লাহর রহমতে আমাদের ওপেনিং শুরুটা ভালো হয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা অনেক বড়। আশা করি ইনশাআল্লাহ এটা কন্টিনিউ হবে এবং আমরা পরের ম্যাচগুলাতে এটা কার্যকর করব।’

৪০ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে ভুমিকা রাখলেও নিজের এই পারফরম্যান্স নিয়ে খুশি নন ডানহাতি এই ব্যাটসম্যান। তিনি মনে করেন, আরও দায়িত্ব নিয়ে খেলে ইনিংসটা আরও লম্বা করা উচিত ছিল। তবে পরের ম্যাচগুলোতে আরও ভালো করতে চান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পারফরম্যান্স আসলে তেমন ভালো হয়নি এখনও। আমরা আমি চেষ্টা করছি আমার সেরাটা খেলার। একটা ব্যাড প্যাজ যাচ্ছিলো মাঝখানে তিনটা চারটা ম্যাচ খুব আরলি আউট হয়ে গেছি। আজকে একটু দায়িত্ব নিয়ে খেলে ইনিংস লম্বা করা উচিত ছিল। তো হয়ে উঠেনি একটা ভুল করে ফেলছি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব পরের ম্যাচে ভালো করার।