My Sports App Download
500 MB Free on Subscription


চাকরি হারালেন মরিনহো

জোসে মরিনিওকে বরখাস্ত করেছে টটেনহাম। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম। নবগঠিত সুপার লিগের প্রথম ম্যানেজার হিসেবে পদ হারালেন মরিনিও। 

১৮ মাস আগে টটেনহামের দায়িত্ব নিয়েছিলেন মরিনিও। প্রথম পুর্ণ মৌসুম পেয়েছিলেন এবারই। শুরুটা দারুণ হলেও ছন্দটা ধরে রাখতে পারেনি টটেনহাম। মরিনিও কদিন আগে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো লিগে ১০ ম্যাচ হেরেছেন। সর্বশেষ ৫ ম্যাচের মাত্র একটিতে জয় আছে টটেনহামের। এই মুহূর্তে তারা ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে। চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের দৌড়েও কিছুটা পিছিয়ে পড়েছে। সর্বশেষ গত পরশু এভারটনের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। 

তবে কাপ ফাইনালের ঠিক আগে মরিনিওর বরখাস্ত হওয়ার সময়টা প্রশ্ন তুলেছে। শুরুতে গুঞ্জন উঠেছিল, বিদ্রোহী ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়া নিয়ে টতেনহাম কর্তৃপক্ষের সাথে বাদানুবাদ হয়েছে মরিনিওর। তবে ফ্যাব্রিজিও রোমানসহ একাধিক সাংবাদিক বলেছেন, মরিনিওর বিদায়ের সাথে সুপার লিগের সম্পর্ক নেই।