আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটো ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহর টেস্ট দলে ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। তবে সবচেয়ে বড় চমকের নাম শুভাগত হোম। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটার সাকিবের বদলি হিসেবে ৫ বছর পর সুযোগ পেয়েছেন।
এই সিরিজে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দুজনই এখন ভারতে রয়েছেন।বৃহস্পতিবার দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল গড়েছেন নির্বাচকেরা। করোনাভাইরাস মহামারির কারণে সাবধানতা হিসেবে শ্রীলঙ্কা কোনো নেট বোলার দেবে না। এ কারণেই অতিরিক্ত কিছু খেলোয়াড় সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই পাল্লেকেলেতে খেলবে মমিনুলরা। ২১ এপ্রিল প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তাঁর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।