My Sports App Download
500 MB Free on Subscription


একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত তামিম

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। অভিষেকের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে তামিম বেশ আগ্রাসন নিয়ে খেলতেন। কিন্তু গত কয়েক বছর ধরে রান পেলেও তামিমের ব্যাটে সেই আগ্রাসন আর নেই। ফলে গত কয়েক বছর ধরেই তামিমের ব্যাটিং নিয়ে আলোচনায়। এমন আলোচনায় বার বার বিরক্তি প্রকাশ করতে তামিম। শুক্রবার এমন প্রশ্নের পর আবারও উষ্মা প্রকাশ করার পাশাপাশি এমন প্রশ্ন না করার অনুরোধ করলেন ওয়ানডে অধিনায়ক।

গত কয়েক বছর ধরে ইনিংসের এক প্রান্ত ধরে রাখার দায়িত্ব নিয়েছেন তামিম। ফলে রান তোলার গতিটা কমে যাচ্ছে বেশ। বাংলাদেশের সেরা এই ওপেনার রান পেলেও এমন ধীরগতির ইনিংস প্রভাব পড়লে দলীয় স্কোরবোর্ডে।

শ্রীলঙ্কা সিরিজে তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতেই তামিম জানালেন, ‘অ্যাপ্রোচ নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামে না, প্রশ্ন আসছে। আমি গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলছি সামনেও সেভাবেই খেলতে থাকব। আর এটা নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করার।’