My Sports App Download
500 MB Free on Subscription


মাইন্ড গেম খেলছে অস্ট্রেলিয়া, তবুও নিজেদের খেলায় মনোযোগ ভারতের

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় তারা। এর ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে হার দেখতে হয়েছে সফরকারীদের। এমন লজ্জাজনক হারের পর মানসিক দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ভারত।

এর ফলে ভারতকে চেপে ধরতে মাইন্ড গেম খেলবে অস্ট্রেলিয়া। তবে তাতে ভীত হচ্ছেন না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া মাইন্ড গেম খেললেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোতে চায় ভারত।

এ প্রসঙ্গে রাহানে বলেন, ‘অস্ট্রেলিয়ানরা মাইন্ড গেম ভালো খেলছে এবং আমি তাদের সেটা করতে দেব। আমরা আমাদের নিজেদের দিকে মনোনিবেশ করছি, দল হিসেবে আমরা কি করতে চাই এবং ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে ঘুরে দাঁড়াতে হবে।’

ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মোহাম্মদ শামি না থাকায় অনেকটা বাড়তি সুবিধা পাবে স্বাগতিকরা। বক্সিং ডে টেস্ট শুরুর আগে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ককে কিছুটা হুশিয়ারি দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি জানিয়েছিলেন রাহানেকে প্রথম দিন থেকেই চেপে ধরতে চান তারা।

তিনি সেই চাপ কতটা সামলে ওঠতে পারবেন সেটাই দেখার বিষয়। সেই সঙ্গে প্রথম টেস্টে ভরাডুবি হওয়ার ক্ষত তো আছে। দল এবং নিজের ওপর সেই চাপ সামলে ওঠে দলকে কতটা পথ দেখাতে পারবেন সেটা সময়ই বলে দেবে। ভারতকে েএমন চাপে দেখে বেশ খুশি ল্যাঙ্গার।

এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, ‘প্রতিপক্ষের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এটা আমার কাজ নয়। ভারত যদি চাপে থাকে, আমি খুশি যে তারা এই অবস্থায় আছে, আমরা নই।’

  •