My Sports App Download
500 MB Free on Subscription


তবুও ভালো করা সম্ভব, বিশ্বাস তামিমের

দুইদিন আগে দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তামিম ইকবার। একমাত্র তিনি ছাড়া বরিশাল ফরচুনে নেই অভিজ্ঞ কোন ক্রিকেটার। তরুণ প্রতিভাবান বেশ কয়েকজন ক্রিকেটার থাকলেও অভিজ্ঞ ক্রিকেটারের অভাবে দু:চিন্তায় তামিম। তবুও তামিমের বিশ্বাস এই দল নিয়ে ভালো করা সম্ভব।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহর খুলনার বিপক্ষে মাঠে নামবে তামিমের বরিশাল। খুলনাতে সাকিব-মাহমুদউল্লাহ ছাড়াও অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। সেই অর্থে বরিশালে নেই কোন তারকা ক্রিকেটার। তবুও টুর্নামেন্টে ভালো কিছুর করার স্বপ্ন দেখছেন তামিম, ‘আমাদের দলে হয়তো নামি দামি ওরকম কোন খেলোয়াড় নেই। নিশ্চিতভাবেই কাগজে-কলমে ওরা (খুলনা) খুবই শক্তিশালী দল। তবে যেটা আমি বললাম যে ধরেন, আপনার দলে যেই থাকুক না কেনো, সবচেয়ে বড় জিনিস হল বিশ্বাস করা। প্লেয়ারদের ওপর বিশ্বাস রাখা, যেটা আমার আছে। যেটা আমি বললাম, আপনি হয়তো বড় বড় নাম খুজে পাবেন না। কিন্তু তারা সবাই ম্যাচ জেতাতে সক্ষম। আমরা যদি এদের সাথে ভালো একটা স্টার্ট করতে পারি তাহলে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।'

মাঠের লড়াইয়ে নামার আগে তামিম নিজেদের দূর্বল ভাবতে নারাজ তামিম, ‘ যখন দুটি দল মাঠে নামবে, দুই দলই সমান। নিজেদের দূর্বল ভাবলে সেটি দলের সাথে ফেয়ার হবে না। যে আগে থেকেই হার মেনে যাচ্ছি বা আগে থেকেই চিন্তা করে যাচ্ছি যে আমরা পারবো না। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিবো। তারপর দেখবো যে কি হচ্ছে…। ভালো খেলতে পারলে কাগজ-কলমের শক্তিশালী কোন ব্যাপার না।’দলের তরুণ ক্রিকেটারদের প্রতি তামিমের আস্থা শতভাগ। তাদের নিয়ে তামিম বলেছেন, ‘আমি নিশ্চিত দলে যে প্লেয়ারগুলো আছে, তারা সবাই ক্যাপাবল। আমার বিশ্বাস, তারা ভাল করবে। এটাই আশা করবো যে আমরা কালকের ম্যাচ টা ভালভাবে শুরু করবো। কারণ, এক থেকে এগার সবাইই ম্যাচ জেতাতে সক্ষম। একটাই ব্যাপার যে তারা তরুণ। আমি নিশ্চিত তারা ভাল করবে।'যে কোন টুর্নামেন্টের আগে প্রথম ম্যাচটি সব সময় কঠিন। তামিমদের জন্য পরিস্থিতিটা আরও কঠিন হয়ে উঠেছে রাতের ম্যাচ বলেই, ‘প্রথম ম্যাচ টা সবসময়ই কঠিন হয়, কারণ প্রথম ম্যাচের আগে তো ওভাবে বোঝা যায় না শিশির কতটা প্রভাব ফেলবে। আশা করছি ওরকম কিছু হবে না। কালকের পরে দেখবেন অনেক ধরণের ম্যাসেজ ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে যে কি হচ্ছে, না হচ্ছে। যেহেতু ফার্স্ট ম্যাচ আমাদের দেখতে হবে এসব ফ্যাক্ট মিনিমাইজ করে যেনো ভালো খেলা খেলতে পারি।'