My Sports App Download
500 MB Free on Subscription


ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স কাউন্ট করেন না সাকিব

গত অক্টোবরে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন সাকিব আল হাসান। জেমকন খুলনার হয়ে বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। ৯ ম্যাচে ৬ উইকেট নিলেও ব্যাট হাতে সমান সংখ্যক ম্যাচে সাকিবের রান ১১০, সর্বোচ্চ ২৮ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। কুড়ি ওভারের টুর্নামেন্টে ওমন পারফরম্যান্স সাকিবকে কাঠগোরায় দাঁড় করিয়েছিল। টুর্নামেন্ট শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কিছু না বললেও বুধবার তিনি জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তিনি কাউন্ট করেন না!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্সের পর সাকিব ভক্তরা অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কেমন করেন তাদের প্রিয় ক্রিকেটার। বুধবার ৪ উইকেট এবং ১৯ রান করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সাকিব জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের চেয়ে লাল-সবুজের জার্সি তাকে অনুপ্রাণিত করে বেশি, ‘এগুলো (ঘরোয়া ক্রিকেট) আমার কাছে কাউন্ট করে না। আপনারা করলে করতে পারেন। কিন্তু এগুলোর পারফরম্যান্স নিয়ে আমি ভাবিই না। আমার কাছে মেটার করে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, সেখানে কেমন করি। সেদিক থেকে আজকের জন্য আমি খুশি। তবে ম্যাচটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগত।’

সাকিব আরও যোগ করে বলেছেন, ‘কেউ কি কোনো কিছু প্রত্যাশা করতে পারে। চেষ্টা সব সময় মানুষ করে। ভালো করা খারাপ করা আলটিমেটলি কপালের ব্যাপার। একজন খেলোয়াড় সব সময় তার দিক থেকে শতভাগ চেষ্টা করতে পারে।’টিম ম্যানেজমেন্টের চাহিদার কারনে নিজের ব্যাটিং পজিশন তিন নম্বর ছেড়ে দিয়েছেন সাকিব। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং অধিনায়ক তামিম ইকবাল দুইজনই জানিয়েছেন সাকিব খুশি মনেই এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সাকিব জানালেন, ‘দেখুন, কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। সেটা আমি মানি কিংবা না মানি। সব সময় আমি দলের হয়ে খেলার চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত অর্জন সব সময়ই বড় মনে হয়।’

বুধবার নিজের প্রত্যবর্তন ম্যাচটিতে বল হাতে দারুন করেছেন সাকিব। ৭.২ ওভার বোলিং করে ৮ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি উইকেট। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, ‘ওয়ানডে ম্যাচে দলের পরিকল্পনা থাকে যত বেশি ডট বল করার। আমাদেরও খুব পরিকল্পনা ছিল যে ভালো জায়গায় বল করা এবং যত বেশি ডট বল করা।’বুধবার অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। নিজের অভিষেক ম্যাচটা রাঙ্গিয়েছেন লক্ষীপুর থেকে উঠে আসা এই তরুণ। ৬ ওভার বোলিং করে ২৮ রান খরচায় হাসান তুলে নিয়েছেন ৩ উইকেট। তরুণ এই পেসারের সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেছেন, ‘দেখুন কাউকে আপনি এক ম্যাচ দিয়ে বিচার করবেন না। ভালো করেছে। এক বছর যেতে দেন। এরপর এই প্রশ্ন করতে পারেন।’