My Sports App Download
500 MB Free on Subscription


মুশফিক-শান্তর লড়াইয়ে শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আগের টুর্নামেন্টেও মুশফিকুর রহিমের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। মুশফিক নেতৃত্ব নিতে চাননি সেবার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল বদলে গেছে দুজনের। মুশফিকের ঠিকানা হয়েছে বেক্সিমকো ঢাকা আর শান্ত খেলবেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে।

দুজনই এখন দুই দলের অধিনায়ক। তাদের লড়াই দিয়েই পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী ও বেক্সিমকো ঢাকা।

মুশফিকুর রহিমকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে ঢাকা। রুবেল হোসেন ও তিনিই মূলত দলটির সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার। অবধারিতভাবে তাই মুশফিকই ঢাকার মূল স্তম্ভ। আর সেটিকেই দ্রুত ভেঙে ফেলতে চায় রাজশাহী।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তাদের অধিনায়ক শান্ত জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, 'মুশফিক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ হয়েছিল। অনেক কিছুই জানা আছে। আশা করছি যে যদি আমাদের বোলাররা তাদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে। অবশ্যই মুশফিক ভাইকে তাড়াতাড়ি আউট করার মতো সক্ষমতা রাখে।'

ঢাকার অধিনায়ক মুশফিক মনে করেন মাঠে প্রয়োগের ওপরই নির্ভর করবে ফলাফল, 'আমার মনে হয় যারা কম ভুল করবে এবং মাঠে প্রয়োগটা ভালো করবে, তারাই সবচেয়ে ফলাফল ভালো করবে। আমি মনে করি সেদিক থেকে আমাদের ভারসম্যটাও খুব ভালো আছে। আমাদের এখন মাঠের কাজটা মাঠে করতে হবে।'

মুশফিকের পাশাপাশি ব্যাট হাতে ভরসা যোগাতে থাকবেন তার ভাষায়, 'অনভিজ্ঞ, তরুণ অথচ পরিণত' তানজিদ হাসান তামিম ও আকবর আলী কিংবা শাহাদাত হোসেন দিপুরা।

বোলিংয়ে রুবেল হোসেনের সঙ্গে তাল মিলিয়ে মেহেদি হাসান রানা-শরিফুল হাসানরা নিজেদের মেলে ধরতে পারলে দারুণ কিছুর আশা ঢাকা করতেই পারে।

অন্যদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে সর্ব প্রথম মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছিল রাজশাহী। ফুটবল খেলতে গিয়ে পড়া ইনজুরির কারণে তাকে আপাতত প্রথম কিছুদিন পাওয়া যাচ্ছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুলদের তাই নিতে হবে বাড়তি দায়িত্ব।


বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।