My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তানের ক্রিকেটারদের বাংলা শেখাচ্ছেন তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে বর্তমানে করাচিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুলতান সুলতান্সের বিপক্ষে জিতলে ফাইনালে পৌঁছে যাবে তার দল লাহোর কালান্দার্স। 

প্রথম এলিমেনেটরে দলটির হয়ে খেলতে নেমে ২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৮ রান করেন তামিম। এর আগেও পিএসএলের বেশ কয়েকটি আসরে অংশ নেন তিনি। বিপিএলেও খেলেছেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিমকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন ভাষায় কথা বলেন তিনি।

এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন উর্দু ও ইংরেজি এই দুই ভাষাতেই মূলত কথা হয় তাদের সঙ্গে। সেই সঙ্গে পাকিস্তানের অনেক ক্রিকেটারকেই বাংলা শেখানোর চেষ্টা করছেন বলেও জানান তামিম।

তিনি বলেন, ‘আমরা দুটো ভাষাই ব্যবহার করি। আমরা ইংরেজি ব্যবহার করি মাঝে মাঝে আমি চেষ্টা করি কিছু উর্দু বলতে। জানি না আমি এই ভাষায় কতটা ভালো। আমি চেষ্টা করি তাদের কিছু বাংলা শব্দও শেখাতে। তাদের মধ্যে অনেকে কিছু বাংলাও বলতে পারে।’

পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে খেলাটাও দারুণ অভিজ্ঞতা ছিল বলে জানান তামিম। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ধরণেরও প্রশংসা করেন এই ওপেনার। 

তিনি বলেন, ‘আমি ভাগ্যবান পাকিস্তানের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। যদি নাম বলতে হয় শহীদ আফ্রিদি, শোয়েব মালিক আরও অনেক ক্রিকেটার। আমার মনে হয় পাকিস্তানের ক্রিকেটাররা বিশেষত টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ। যখন সুযোগ পায় দারুণ পারফর্ম করে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে খেলা সবসময় আনন্দের ব্যাপার।’