My Sports App Download
500 MB Free on Subscription


অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন

চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। তবে স্ত্রী ও সদ্য জন্ম নেয়া সন্তানের পাশে থাকতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার কেন রিচার্ডসন। 

তার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স। তারা সবসময়ই ক্রিকেটার ও তাদের পরিবারের পাশে আছেন বলে জানান তিনি। 

হন্স বলেন, 'কেনের জন্য এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু নির্বাচকদের দিক থেকে পূর্ণ সমর্থন আছে পুরো স্কোয়াডের সব খেলোয়াড়দের জন্য। সে অ্যাডিলেডে তার স্ত্রী ও সদ্য জন্ম নেয়া সন্তানের পাশে থাকতে চেয়েছে। আমরা সবসময়ই আমাদের খেলোয়াড় ও তাদের পরিবারকে সমর্থন দিয়ে যাবো।'

রিচার্ডসনের পরিবর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্ডু টাইকে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭ ওয়ানডে ও ২৬টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন তিনি। তাকে নিয়েও আশাবাদি প্রধান নির্বাচক ট্রেভর। 

তিনি বলেন, 'সে রঙিন পোশাকের দুই ফরম্যাটেই যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ ক্রিকেটার। গত ইংল্যান্ড সফরেও তার কাজের ধরণ দিয়ে স্কোয়াডের সবার মধ্যে সে নজর কেড়েছে। স্কোয়াডে ডাকার জন্য টাই দারুণ একজন।'

এছাড়াও করোনার কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন বাড়তি দুই ক্রিকেটার। বিগ ব্যাশে নিজেদের দলে যোগ দেয়ার আগে পর্যন্ত জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন জশ ফিলিপে ও ডিআরসি শর্ট।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (সহ অধিনায়ক), ক্যামরন গ্রীন, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কোস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।