My Sports App Download
500 MB Free on Subscription


৬৩ রান করে স্বেচ্ছায় অবসরে তামিম

তিন দিনের রুম কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলন শেষে শনিবার শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচে ব্যাটিং করছে তামিমের দল। ম্যাচটিতে রান পেয়েছেন তামিম। ৬৩ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসর নিয়েছেন অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে।

৬৫ বলে তামিমের ব্যাট থেকে এসেছে ৬৩ রানের ইনিংস। বেশিরভাগ রান নিয়েছেন বাউন্ডারি থেকে। অন্যদিকে সাইফ আর্দশ টেস্ট ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করছেন।তামিম ইকবালের নেতৃত্বাধীন লাল দল এবং মুমিনুল হকের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। ২১ জনের স্কোয়াডে একজন কম থাকাতে শূন্যস্থান পূরণে নেয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে।

প্রস্তুতি ম্যাচের দুই দল

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ।

সবুজ দল: সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।