করোনাভাইরাসের কারণে দীর্ঘদিনে মাঠের বাইরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। গত ১৯ জুলাই থেকে মাঠে অন্য ক্রিকেটাররা মাঠে ফিরতে শুরু করলেও কোথাও ছিলেন না সাবেক এই অধিনায়ক। অবশেষে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।
এদিন একাডেমি মাঠে রানিং ও বোলিং করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে ৪ ওভার বোলিং করেন মাশরাফি। বোলিংয়ের আগে ও পরে রানিং করা মাশরাফি পরে জিমেও সময় কাটান। এতোদিন পর বোলিং করতে নেমেও আগের ধার কমেনি মাশরাফি। সাবেক এই অধিনায়কের অনুশীলনের পুরোটা সময় জুড়ে বিসিবির ট্রেনার তার পাশেই ছিলেন।
মাশরাফির বর্তমান অবস্থা নিয়ে বিসিবির এই ট্রেনার বলেছেন, ‘করোনা পরবর্তী সময়ে মাশরাফি ওর মত করেই অনুশীলন করেছে। এই মুহুর্তে ওজন কমিয়ে আগের অবস্থানে আসতে চাচ্ছে। আমি এই ব্যাপারে তাকে সাহায্য করছি।’ম্যাচ ফিটনেস প্রসঙ্গে তুষার কান্তি বলেছেন, ‘ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি। ও (মাশরাফি) এমনিতে বল করেছে। তবে যেভাবে অনুশীলন করছে এভাবে কিছুদিন অনুশীলন করলে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবে। টেকনিক নিয়েতো তার তেমন কোন সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে।’