রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙ্গতে পারেনি বাংলাদেশ দল। বুধবার রাতে শ্রীলঙ্কা লিজেন্ডসের কাছে ৪২ রানে হেরেছে সুজন-রফিকরা।
ভারতের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ করেছিল শ্রীলঙ্কা লিজেন্ডস। অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন উপুল থারাঙ্গা।মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ নিয়েছেন একটি করে উইকেট।১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ৬ উইকেটে ১৩৮ রানে থেমে যায়। ফলে ৪২ রানে জয় পায় লঙ্কানরা। বাংলাদেশের নাজিমউদ্দিন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট অপরাজিত ২৮ ও মেহরাব হোসেন অপি ২৭ রানের ইনিংস খেলেছেন।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয় লাল-সবুজ জার্সিধারীরা। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানে রফিক-সুজনরা। লিগ পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে মোহাম্মদ রফিকের দলের। আগামী ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। লিগ পর্বের শেষ ম্যাচটি খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।