My Sports App Download
500 MB Free on Subscription


এবার শ্রীলঙ্কার কাছেও হারলো সুজনরা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙ্গতে পারেনি বাংলাদেশ দল। বুধবার রাতে শ্রীলঙ্কা লিজেন্ডসের কাছে ৪২ রানে হেরেছে সুজন-রফিকরা।

ভারতের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ করেছিল শ্রীলঙ্কা লিজেন্ডস। অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন উপুল থারাঙ্গা।মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ নিয়েছেন একটি করে উইকেট।১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ৬ উইকেটে ১৩৮ রানে থেমে যায়। ফলে ৪২ রানে জয় পায় লঙ্কানরা। বাংলাদেশের নাজিমউদ্দিন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট অপরাজিত ২৮ ও মেহরাব হোসেন অপি ২৭ রানের ইনিংস খেলেছেন।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয় লাল-সবুজ জার্সিধারীরা। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানে রফিক-সুজনরা। লিগ পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে মোহাম্মদ রফিকের দলের। আগামী ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। লিগ পর্বের শেষ ম্যাচটি খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

  •