My Sports App Download
500 MB Free on Subscription


জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে খুলনা-ঢাকা

হারের বৃত্ত থেকে বের হতে সন্ধ্যায় মাঠে নামছে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাক। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফেবারিট দুটি দল এই মুহুর্তে হারের বৃত্তে আটকে রয়েছে। সোমবার দুই দলের সামনেই সুযোগ জয়ে ফেরার।

সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে বিগ বাজেটের দল গড়েছিল খুলনা। কিন্তু বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টকর জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে খুলনা। আগের তিন ম্যাচে সাকিব ও মাহমুদউল্লাহ একেবারেই নিষ্প্রভ। ইমরুল, এনামুলরা তো নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। বোলিংয়ে আল-আমিন, শফিউল, হাসান মাহমুদও নেই ছন্দে। সব মিলিয়ে আজ মাঠে ফল পেতে হলে দারুণ কিছু করতে হবে খুলনাকে। সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার প্রতিপক্ষ ঢাকা। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে আছে খুলনা। 

এদিকে দুই হারে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান ঢাকার। খুলনার মতো তারাও দলগত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। অধিনায়ক মুশফিকসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দলটিতে। এছাড়া যুব বিশ্বকাপজয়ী দলের আকবর, শাহাদাত আছেন। কেউই আসলে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেনি। সবমিলিয়ে তাই ব্যর্থতার আষ্টেপৃষ্টেই আটকে আছে মুশফিকের ঢাকা।সোমবার সন্ধ্যায় দুই দলই চাইবে হারের বৃত্ত ভাঙ্গতে। সেটি করতে হলে দলগত পারফরম্যান্সের বিকল্প নেই। তারকাবহুল দুই দলের লড়াই জমজমাট হবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

  •