My Sports App Download
500 MB Free on Subscription


সাইফউদ্দিনকে পাওয়ার আশায় রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে সাইফউদ্দিনকে হারিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে রাজশাহীর জন্য সুখবর, অনেকটাই সুস্থ হয়ে ফিরছেন এই পেস বোলিং অলরাউন্ডার। টুর্নামেন্টের মাঝামাঝি সাইফউদ্দিনকে ২২ গজে দেখা যাবে বলে টিম ম্যানেজমেন্ট সুত্র নিশ্চিত করেছে।
 
প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছিল রাজশাহী। তার বোলিং ও ব্যাটিংয়ের ওপর বাড়তি আস্থা ছিল তাদের।  কিন্তু গত রবিবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান এই পেস বোলিং অলরাউন্ডার। ওইদিন সাইফউদ্দিনকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘সাইফউদ্দিন রিহ্যাব প্রোগ্রামে ভালো আছেন। এই মুহুর্তে সাইফউদ্দিন দলের ফিজিও ও বিসিবির তত্ত্বাবধানে পূনবার্সন প্রক্রিয়ার মধ্যে আছেন। সাইফউদ্দিনের অগ্রগতি অনুযায়ি টুর্নামেন্টের মাঝামাঝি তার খেলার সম্ভাবনা আছে।’