গত ২৭ মার্চ অনেকটা নিরবেই ভারতে গেছেন সাকিব। আগে ভাগে ভারতে গেলেও মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর শনিবার মুক্তি মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। কলকাতার জার্সিতে তাই প্রথমদিনের মতো অনুশীলন করলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে বিয়ষটি জানানো হয়েছে। সাকিবের অনুশীলনের মুহুর্তের দুটি ছবি ব্যবহার করে ক্যাপশন খেলা হয়েছে, ‘সে (সাকিব) যেখানে ফিল পায়, সেখানে ফিরেছে!’ কলকাতার তাবুতে যোগ দিয়েই কঠোর অনুশীলন করেছেন সাকি কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, 'সদ্যই কোয়ারেন্টিন শেষ করে ফিরেছেন সাকিব। গত ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল। তবে আইপিএল শুরুর আগে তার নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে।'মূলত শনিবারই মাঠে ফেরেন সাকিব। কিন্তু সদ্যই কোয়ারেন্টাইন কাটিয়ে মাঠে ফেরায় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি।
শনিবার পুরোদমে অনুশীলন না করলেও প্রস্তুতি ম্যাচ শেষে সবার সঙ্গে কিছুটা সময় রানিং করে কাটান।কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল।