My Sports App Download
500 MB Free on Subscription


আগের সিরিজ থেকে শিক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকেও টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে ২ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই স্মৃতি এখনও তরতাজা ক্যারিবীয়দের।

তাই আসন্ন সিরিজে বাংলাদেশের স্পিন মোকাবেলার জন্য নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করছে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সর্বশেষ সফর থেকে তারা বাংলাদেশের স্পিন সামলানোর শিক্ষা নিচ্ছে।

এ প্রসঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ মোকাবেলা করার পথ খুঁজে নিতে হবে। সর্বশেষ সিরিজে স্পিনাররা ভালো করেছে। আমরা পর্যালোচনা করেছি কিভাবে আরও ভালো করতে পারি। আমাদের এটা প্রয়োগ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজেদের উপর। নিজেদের সামর্থ্যের উপরও আস্থা রাখতে হবে।'

ব্র্যাথওয়েট মনে করেন তার দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বলেন, 'গত সিরিজের পরই আমরা পর্যালোচনা করেছি এবং খুঁজে বের করেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, সেটা বাস্তবায়ন করাই লক্ষ্য। আমাদের সামনে থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আসেননি অনেক সিনিয়র ক্রিকেটার। ব্র্যাথওয়েট জানিয়েছেন অন্যদের ব্যাপারে জানেন না। তিনি নিজে এসেছেন, এটাকেই বড় ব্যাপার মনে করছেন ব্যাথওয়েট। এই ক্যারিবীয় ওপেনার বলেন, 'আমি অন্যদের কথা বলতে পারবো না। অবশ্যই তাদের কোনো কারণ আছে। এটা দোষের কিছু না। আমি আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেটা নিয়েই থাকছি।'

  •