My Sports App Download
500 MB Free on Subscription


টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রায় দুই ঘণ্টা পর শুরু হচ্ছে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের টি-টোয়েন্টি। মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাশ টস জিতেছেন এবং বাংলাদেশ যাচ্ছে ফিল্ডিংয়ে।ম্যাচটা হবে ১০ ওভার করে। পাওয়ার প্লে প্রথম তিন ওভার।

হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি বাজে পারফরম্যান্সে ৬৬ রানে হারে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সমালোচিত হতে হয়েছে মাহমুদউল্লাহদের। এরপর নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে কিছুটা ভালো করলেও ব্যাটিংয়ে সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। ফলে হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। এ পর্যন্ত কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ দেখার সবকটিতে হেরেছে লাল-সবুজরা। অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটের ম্যাচটাও হবে হাইস্কোরিং, ফলে এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সফরকারীদের।

ইডেন পার্কে সর্বোচ্চ রান ২৪৫। এই মাঠে বাংলাদেশের একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনও টি-টোয়েন্টি খেলেনি। ২০০৭ সালে খেলা ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০১ রান করেছিল। জবাবে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল স্বাগতিকরা।