বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-(টেন ডট টেন) পাওয়ার্ড বাই ওয়ালটন এর খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দুই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশারের দল।
খালেদ মাসুদ একমি স্ট্রাইকার্সের ও হাবিবুল বাশার আছেন জেমকন টাইটানসের আইকন হিসেবে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম দিনের প্রথম ম্যাচ শুরু হয়।এই ম্যাচ শুরুর পরপরই একাডেমি মাঠে মুখোমুখি হয় বৈশাখি বেঙ্গল ও জাদুবে স্টার্স। প্রতিদিনই স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠে দুটো খেলা একসঙ্গে চলবে।টুর্নামেন্টটি হবে টেন-টেন ফরম্যাটে। প্রতিটি ইনিংসের দৈর্ঘ্য ১০ ওভার ১০ বল অর্থাৎ মোট ৭০ বল। বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। তবে ৩৫ বছরের নিচের কেউ অংশ নিতে পারছেন না।একমি ট্রাইকার্স-জেমকন টাইটানসসহ এলসিটি টেন ডট টেনে অংশ নিচ্ছে ৬ ফ্র্যাঞ্চাইজি। বাকি দলগুলো হলো নারায়নগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টার্স।
এলসিটির ৬ আইকন মিনহাজুল আবেদীন নান্নু (বৈশাখি বেঙ্গল), আকরাম খান (জাদুবে স্টার্স), খালেদ মাহমুদ সুজন (এক্সপো রেডার্স), নাঈমুর রহমান দূর্জয় (নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স), খালেদ মাসুদ পাইলট (একমি স্ট্রাইকার্স) ও হাবিবুল বাশার সুমন (জেমকন টাইটানস)।দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পর্বে (সিঙ্গেল লিগ) অংশ নেবেন ক্রিকেটাররা। গ্রুপ এ’তে আছে এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গলস ও জেমকন টাইটান্স। গ্রুপ বি’তে নারায়নগঞ্জ ওয়ারিয়র্স, একমি স্ট্রাইকার্স ও জা’দুবে স্টার্স। ক্রিস-ক্রস সিস্টেমে পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ এক গ্রুপের দল খেলবে অপর দলের বিপক্ষে।একই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল খেলবে ২ সেমিফাইনালে। সেমিতে উঠতে না পারা ২ গ্রুপের ২ দল খেলবে বোল ফাইনালে। ২ সেমিফাইনালে পরাজিত দল খেলবে প্লেট ফাইনালে আর জয়ী দল খেলবে ফাইনালে। বোল, প্লেট ও কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারী ২০২১।টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থ ব্যায় করা হবে অস্বচ্ছল ও বিপদগ্রস্থ ক্রিকেটারদের সাহায্যার্থে। ২০ ফেব্রুয়ারী ফাইনালের ফাঁকে পেশাদার ক্রিকেটারদের সংগঠন-কোয়াবের হাতে তুলে দেয়া হবে সে অর্থ।লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-এলসিটি ২০২১ টেন ডট টেন ক্রিকেটের প্রধান পৃষ্ঠপোষক সুবরা সিস্টেমস লিমিটেড, পাওয়ার্ড বাই ওয়াল্টন। ড্রিংকিং পার্টনার একমি। কক্সবাজার থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
নারায়নগঞ্জ ওয়ারিয়র্স-
নাইমুর রহমান দুর্জয় (আইকন), আতহার আলি খান (মেন্টর), শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ফারুক আহমেদ, সাজু দত্ত, তানভির আহমেদ, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন মনা, তৌহিদ হোসেন শ্যামল, নাসির হোসেন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাতী, কামরুল পায়েল, রাজন ভুইয়া, সোহেল হোসেন পাপ্পু।
একমি স্ট্রাইকার্স-
খালেদ মাসুদ পাইলট (আইকন), জাহিদ রাজ্জাক (মেন্টর), মোহাম্মদ রফিক, গোলাম মোস্তফা, এহসানুল হক সেজান, মাহবুবুল আলম রবিন, মুশফিকুর রহমান বাবু, হাসিবুল হোসেন শান্ত, আনিসুল হাকিম খান রব্বানি, আলি আরমান রাজন, রাশিদুল হক সুমন, মোহাম্মদ তারিকুল ইসলাম, শাফায়েত কিরন, জাকির হাসান, আজম ইকবাল।
বৈশাখি বেঙ্গলস-
মিনহাজুল আবেদিন নান্নু (আইকন), আজহার উদ্দিন শান্টু (মেন্টর), ফরিদ উদ্দিন মাসুদ, মনিরুজ্জামান টিংকু, আলমগীর কবির, মোহাম্মদ সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, আনোয়ার হোসেন মনির, হাসানুজ্জামান ঝড়ু, নিয়াজ মোর্শেদ নাহিদ, শাহনেওয়াজ কবির, দেবব্রত পাল, শেখ ফরিদ, আনোয়ার হোসেন, ইমরান আহমেদ।
জা’দুবে স্টার্স-
আকরাম খান (আইকন), নুরুল আবেদিন নোবেল (মেন্টর), রাসেল পারভেজ, সজল চৌধুরী, রফিকুল ইসলাম খান, নাজমুল হোসেন, মোবাল্লিগ জেমস, মোহাম্মদ হুমায়ুন কবির, এনামুল হক মনি, জামাল উদ্দিন আহমেদ, এস এম গোলাম ফাইয়াজ, ইমরান পারভেজ রিপন, মাহমুদ জামান, মোহাম্মদ সাজ্জাদুল করিম চয়ন, রুবায়েত জামিল।
এক্সপো রাইডার্স-
খালেদ মাহমুদ সুজন (আইকন), নাসির আহমেদ নাসু (মেন্টর), ফয়সাল হোসেন ডিকেন্স, তালহা জুবায়ের, মেহরাব হোসেন অপি, আসাদউল্লাহ বিপ্লব, বাসেল উদ্দিন আহমেদ, মোহাম্মদ সামিউল হক বিদ্যুৎ, জহিরুল হক খান রাশেদ, মোরশেদ আলি খান, নাইম আফরোজ খান, সাইফউদ্দিন আহমেদ, সাজ্জাদ আহমেদ শিপন, মিজানুর রহমান বাবুল, মফিজুল ইসলাম বিপ্লব।
জেমকন টাইটান্স-
হাবিবুল বাশার সুমন (আইকন), সারোয়ার ইমরান (মেন্টর), আব্দুল হান্নান সরকার, জাবেদ ওমর বেলিম, মাসুদুর রহমান মুকুল, শাফাক আল জাবির, মোহাম্মদ সেলিম, তারেক আজিজ খান, মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মুরাদ খান, সঞ্জয় চক্রবর্তী, আশিক মজুমদার, হারুন অর রশিদ লিটন, মাসুমউদ দৌলা, ফাহিম মুন্তাসির সুমিত।