দীর্ঘ ৯ মাস বিরতির পর আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করার পরিকল্পনা নির্বাচকদের। এই লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ওয়ানডে ম্যাচের জন্য আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করব। এই স্কোয়াড জৈব সুরক্ষা-বলয়ের মধ্যেই থাকবে। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড দুই ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতি মূলক ম্যাচ খেলবে। এরপরই আমরা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারব।’প্রাথমিক স্কোয়াড কেমন হবে সে ব্যাপারে ধারনা দিলেন প্রধান নির্বাচক, ‘স্কোয়াডগুলি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে। ওয়ানডে স্কোয়াডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আসবে। নতুন কিছু অন্তর্ভুক্তি হলে পুরোনদের আধিক্যই বেশি থাকবে। সবচেয়ে বড় কথা আমরা আমাদের সেরা দল নিয়েই মাঠে নামব।’
ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলে যাওয়ার ইচ্ছে আছে মাশরাফির। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের উপর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোর্ড প্রধান এমনটাই জানিয়েছিলেন। মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে থাকবেন কিনা সেটি নির্ভর করছে ১৪ ও ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের উপর। প্রধান নির্বাচক মিনহাজুলের কথায় তেমই ইঙ্গিত, ‘আমরা এখনো স্কোয়াড নিয়ে বসেনি। আগামী ২৮ কিংবা ২৯ তারিখে সভা আছে। সেখানে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’প্রাথমিক স্কোয়াডে থাকবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সভাতে বসেই আমরা সিদ্ধান্ত নেবো।’