My Sports App Download
500 MB Free on Subscription


কোহলির কাছে ক্ষমা চেয়েছিলেন রাহানে

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক ফিরে যাওয়ার পরই তাদের ব্যাটিংয়ে ধস নামে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। সেই রান আউটের জন্য দিনশেষে কোহলির কাছে ক্ষমা চেয়েছিলেন রাহানে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুটা ভালো না হলেও একটা সময় দারুণ ব্যাটিং করছিলেন কোহলি এবং রাহানে। শুরুর ধাক্কা কাটিয়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত। দুজনের অনবদ্য জুটিতে ফিকে লাগছিল অস্ট্রেলিয়ার বোলারদের গতি আর সুইং। কিন্তু ৭৭তম ওভারে গিয়েই বাধলো বিপত্তি।

ওই ওভারে নাথান লায়নের শেষ বলটি মিড-অফের দিকে ঠেলে দিয়ে এক রানের জন্য প্রান্ত বদল করতে চাইছিলেন রাহানে। কিন্তু বল সরাসরি জস হ্যাজেলউডের হাতে চলে যায়। এর ফলে রান নেয়াটা কঠিন হয়ে যায় তাদের জন্য। রাহানে একটু এগিয়ে গিয়েই বুঝতে পারেন যে রানটি নেয়া ঠিক হবে না। রাহানে বুঝে ওঠতে ওঠতে কোহলি অর্ধেক পিচ চলে এসেছিলেন।

তাতে নিজের প্রান্তে ফিরে যাওয়াটা একেবারে অসম্ভব হয়েছিল প্রায়। এর ফলে ৭৪ রানে আউট হয়ে ফিরতে হয় সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। কোহলির বিদায়ের পর ৪২ রান করে সাজঘরে ফিরেন রাহানে। তিন উইকেটে ১৮৮ রান করা ভারত অলআউট হয় ২৪৪ রানে।

বক্সিং ডে টেস্ট শুরুর আগের দিন সেই ঘটনার প্রসঙ্গ টেনে রাহানে বলেন, ‘সেটা কঠিন মুহূর্ত ছিল। সেই সময় আমরা ভালো এগিয়ে যাচ্ছিলাম। সেদিনের খেলা শেষে আমি তার (বিরাট) কাছে যাই এবং সরি বলি। সে একেবারে ঠিক ছিল। ক্রিকেটে এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের এগিয়ে যেতে হবে।’

প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না কোহলি এবং পেসার মোহাম্মদ শামির। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে দেশে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন শামি। কোহলির অবর্তমানে ভারতকে সিরিজের বাকি অংশে নেতৃত্ব দেবেন রাহানে।