নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ১০০ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়। তার এমন ব্যাটিংয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শুধু ফাইনাল নয়, যুব বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ঢাকা লিগে ওল্ডডিওএইচএসের হয়ে খেলছেন জয়। সোমবার বিকেএসপিতে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটসম্যান।
যদিও জয়ের ইনিংসটি বৃথা যায়। কেননা লিজেন্ডে অব রূপগঞ্জের বিপক্ষে বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যাক্ত হয়। মাহমুদুলের ৭৮ ও রাকিন আহমেদের ৪৮ রানের উপর ভর করে ওল্ডডিওএইচএস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। তারপর বৃষ্টি নামলে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন করেন ম্যাচ রেফারি। দুই দলই পয়েণ্ট ভাগাভাগিতে বাধ্য হয়।
ঢাকা লিগ শুরুর আগ থেকে ফর্মেই ছিলেন জয়। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছিলেন। সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টিতে ফরম্যাটের ঢাকা লিগেও পেলেন রানের দেখা। ওল্ডডিওএইচএসের হয়ে ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় জয় দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন। আরও কিছু বল পেলে হয়তো সেঞ্চুরিটিও পেয়ে যেতেন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ ও সাব্বির রহমান একটি করে উইকেট নিয়েছেন।বিকেএসপির আরেক মাঠে অনুষ্ঠিত প্রাইম দোলেশ্বর ও বাদ্রার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটিতেও দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছে। আগে ব্যাটিং করা ব্রাদার্স ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জুনায়েদ সিদ্দিক সর্বোচ্চ ৫০ বলে ৪৮ রান করেন। এছাড়া অধিনায়ক মিজানুর রহমান ২৩ বলে ৩১ রান করেছেন। প্রাইম দোলেশ্বরের হয়ে কামরুল ইসলাম ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া রেজাউর রহমান ও এনামুল হক একটি করে উইকেট নিয়েছেন।