My Sports App Download
500 MB Free on Subscription


পঞ্চম দিনের পরিকল্পনা জানালেন তাসকিন

দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। গতকাল (শুক্রবার) ৩ উইকেটে ২২৯ রান নিয়ে তারা তৃতীয় দিন শেষ করেছিল। শনিবার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২৩৪*) তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা ডাবল সেঞ্চুরির ( ১৫৪*) পথে। চতুর্থ দিন শেষে ক্যান্ডি টেস্টের অবস্থা যখন এমন, তখন কী ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাসকিন জানালেন পঞ্চম দিনে নিজেদের পরিকল্পনার কথা।

ম্যাচের যা অবস্থা তাতে করে নিশ্চিত ভাবেই ড্রয়ের দিকে এগুচ্ছে ক্যান্ডি টেস্ট। তাসকিনও তাই মনে করেন, ‘এই টেস্টটা ড্র হওয়ার সুযোগ বেশি। তবে ক্রিকেটে যে কোন সময় যে কোন কিছুই হতে পারে।’সারাদিনে একটি উইকেটেরও দেখা পায়নি বাংলাদেশের বোলাররা। নিজেদের পঞ্চম দিনের পরিকল্পনা নিয়ে তাসকিন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে বল করাটাই মুখ্য। ভাল লেংথে বল করা, সারপ্রাইজড বাউন্সার করা। সেগুলো আমরা করছি।

কিছু সুযোগও তৈরী হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়ত গ্যাপে গেছে বা চার হয়ে গেছে। আমি মনে করি এটা খুব ভাল ব্যাটিং উইকেট। এখানে আমাদের ধৈর্য ধরে ভাল জায়গায় বল করা ছাড়া তেমন কিছু করার নেই।’আগামী ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। একই উইকেট হলে বোলারদের করণীয় কী হবে এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে যদি উইকেটের আচরণ যদি একই থাকে তাহলে আমাদের বোলারদের আরও হিসেবি হতে হবে। ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বেশি ফোকাসড থেকে বল করতে হবে। এছাড়া তেমন কিছু করার নেই।’

  •