My Sports App Download
500 MB Free on Subscription


নেপিয়ারের জিততে পারবে বাংলাদেশ??

ওশেনিয়ার সাগর ঘেঁষেই নেপিয়ারে বাংলাদেশের ক্রিকেট দলের টিম হোটেল। টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা সাগরের প্রশান্তি উপভোগ করতে পারছে না! পারবেনই বা কি করে? ব্যাটসম্যান-ফিল্ডারদের হতশ্রী পারফরম্যান্সের পর এসব কী আর ভালো লাগে। মঙ্গলবার মাহমুদউল্লাহর দলের সামনে আরেকবা সুযোগ এসেছে হারের বৃত্তটা ভাঙার। নেপিয়ারের ম্যাক্লেন পার্কে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

কেবল টি-টোয়েন্টি নয, কিউইদের সামনে ওয়ানডে সিরিজেও দাঁড়াতে পারেনি সফরকারীরা। সাদামাটা বোলিং, বাজে ফিল্ডিং আর হতাশাজনক ব্যাটিংয়ের ক্লান্তি নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে নিয়মিত। তবে অতীতে অনেকবারই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে লাল-সবুজ জার্সধারীদের। সেই ধারায় এবারও হয়তো শেষ চেষ্টা চালাবে বাংলাদেশ দল। বেশ কিছু পরিবর্তন নিয়ে নেপিয়ারে মরণকামড় দিতে প্রস্তুত রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে সামর্থ্যের পুরোটা দিতে পারেনি সফরকারীরা। নেপিয়ারে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ আগের দিন ম্যাচ শেষেই জানিয়ে গিয়েছিলেনন তাদের দূৃবলতা এবং করণীয়। তামিম স্পষ্ট করেই বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটসম্যানদের রান করতে হবে। একই ভুল বারবার করলে চলবে না।’

যদিও বাংলাদেশের জন্য কাজটা কঠিন। হোম গ্রাউন্ডে বরাবরই অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। গত চার মাসে উইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে নিউজিল্যান্ড। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় খুব স্বাভাবিক!গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাওয়া যাচ্ছে না। কাঁধের চোটের কারণে প্রথম ম্যাচেও ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছে গোটা সিরিজটাই মিস করতে পারের তিনি। এছাড়া সৌম্যকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে শান্তক।