My Sports App Download
500 MB Free on Subscription


কাশি বেড়ে যাওয়াতে হাসপাতালে ভর্তি আকরাম খান

১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। আকরাম খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। করোনায় আক্রান্ত হলেও শারিরীকভাবে সুস্থ ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু হুট করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন।

আকরাম খানের পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও ভালোই ছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন কাশিটা বেড়ে যায়। বিশেষজ্ঞ ডাক্তার বেশ কিছু টেস্ট করানোর পর সাবেক এই অধিনায়ককে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।স্পেশালাইজড হাসপাতালে ডাঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে। 

আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৫টি ম্যাচে মাঠে নামে। তার অধিনাকয়ত্বে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ওই ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই বাংলাদেশে ক্রিকেটের আজ এই অবস্থানে। ব্যাট ছেড়ে দিলেও ক্রিকেট তাকে ছাড়েনি। বর্তমানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কখনো নির্বাচক, কখনোবা ম্যানেজার হিসেব আকরামকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।