My Sports App Download
500 MB Free on Subscription


সেঞ্চুরির কথা না ভেবেই দ্রুততম সেঞ্চুরিয়ান ইমন

গতকাল (৮ নভেম্বর) মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফরচুন বরিশালের বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন। তাঁর সুবাদেই রাজশাহীর দেয়া ২২০ রানের বিশাল সংগ্রহ পাড়ি দিয়েছে তাঁর দল। অথচ শত রানের দোড় গোড়ায় দাড়িয়েও সেঞ্চুরি হাঁকানোর কথা ভাবেননি তরুণ এই ব্যাটসম্যান।

অনুর্ধ-১৯ বিশ্বকাপ থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন ইমন। ফাইনালে ভারতের বিপক্ষে তাঁর হার না মানা ৪৭ রানই মূলত বাংলাদেশকে যুবদের বিশ্বকাপ জয়ের ভীত গড়ে দিয়েছিল। এরপরই তাঁকে নিয়ে পরিকল্পনা শুরু করে বিসিবি।

প্রেসিডেন্টস কাপে ভালো করতে না পারলেও রাজশাহীর বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। শুরু থেকে দারুণ খেললেও একবারও সেঞ্চুরির কথা ভাবেননি ইমন। নিজের ৯৫ রানের সময় সেঞ্চুরি করার চিন্তা মাথায় আসে তাঁর। এমনটাই জানিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমন বলেন, 'সেঞ্চুরিটা হচ্ছে এটা আমি শুরু থেকে ভাবিনি। সেঞ্চুরির কথা ভাবছি যখন আমার ৯৫ রান এবং দলের জয়ের জন্যও ৫ রান লাগে তখন। আমি ভাবলাম এখন সেট আছি হয়তো চেষ্টা করলে পারবো। তো তখনই মনে হইলো যে আমি সেঞ্চুরি করতে পারবো।'

বর্তমানে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে বরিশাল। তবে গতকালের ম্যাচটায় জয় পাওয়ায় এখনো সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে তামিম ইকবালের দল। আগামীকাল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তাই বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে তাঁরা। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন বলেও জানান ইমন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এটার জন্য আমরা প্রস্তুত। কালকের ম্যাচ নিয়ে আমরা আমাদের কোচদের সাথে কথা বলেছি। কি করলে ভালো হবে, কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। কালকে জেতার জন্য চেষ্টা করবো।'

  •