My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজের জবাবের অপেক্ষায় বিসিবি

করোনার মহামারীতে স্থবির ক্রিকেটাঙ্গন। স্বাস্থ্যবিধি মেনে অনেক দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। সবকিছু ঠিক থাকলেও জানুয়ারিতে বাংলাদেশের অপেক্ষা দূর হবে। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলকে ঘিরে কিভাবে জৈব সুরক্ষা বলয়ে তৈরি করা হবে। সেইসব পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বিসিবি। এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্যারিবিয়ান বোর্ডের জবাবের অপেক্ষায় আছেন।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। মার্চে করোনার কারনে পুরো দুনিয়াই স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে যায় ক্রিকেটেও। মার্চের পর কেটে গেছে ৮ মাস, কিন্তু বাংলাদেশের ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেট খেলুড়ে বেশিরভাগ দেশই ইতিমধ্যে খেলা শুরু করলেও বাংলাদেশের অপেক্ষাটা দীর্ঘই হচ্ছে। আগামী জানুয়ারিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের।  

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে আমরা তাদের একটি বায়ো বাবল প্লান পাঠিয়েছি। যেটা আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকেও পাঠিয়েছি। এখন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ফিডব্যাক আসলে, আমরা হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

  •