My Sports App Download
500 MB Free on Subscription


কালান্দার্সে আফ্রিদি, আবুধাবিতে গেইল

আবুধাবি টি-টেন লিগে কালান্দার্সের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি। তাঁকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৮ জানুয়ারি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টেন লিগের আগামী আসর।

এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি। ২০১৯ সালেও দলটির হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন আফ্রিদি। তবে সেবার কোনো ক্রিকেটারকেই অনাপত্তি পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত কুটনৈতিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের মালিকানায় আছেন ফাওয়াদ রানা। তাঁর ভাই সামিন রানা গত বছর টি-টেন লিগে কালান্দার্স নামের এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আসেন। দলটির বেশিরভাগ ক্রিকেটারও পাকিস্তানি। এদের মধ্যে অনেকেই উঠে এসেছেন লাহোর কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে।

এদিকে, আবুধাবির হয়ে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। টি-টেন লিগের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলটিতে যোগ দেয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন গেইল নিজেই। এরই মধ্যে দলটি নিজেদের রিটেইন তালিকাও প্রস্তুত করে ফেলেছে।

আগামী আসরের জন্য তারা লুক রাইট, হেইডেন ওয়ালশ জুনিয়র, আভিস্কা ফার্নান্দো এবং রোহান মুস্তফাকে রিটেইন করেছে। এ ছাড়াও, এবারের আসরে পুনে ডেভিলসের আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সেই সঙ্গে দলটি পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়ে চমক দেখিয়েছে।