My Sports App Download
500 MB Free on Subscription


আবারও ব্যাট হাতে নামছেন সৌরভ

আবারও মাঠে নামছেন সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন পর আবারও ব্যাট হাতে দেখা যাবে কলকাতার প্রিন্সকে। বৃহস্পতিবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবেন বিসিসিআই সভাপতি সৌরভ এবং বিসিসিআইয়ের সচিব জয় শাহের দল।

বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেক সদস্যকে নিয়ে দুটি দলে ভাগ করে এই ম্যাচের আয়োজন করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। একটি দলের নেতৃত্ব দেবেন ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। আরেক দলের নেতৃত্বে থাকবেন বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ।

বৃহস্পতিবার মোতেরা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। এই ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারেরও। এই তালিকায় আছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনও।

একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই । একটি দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অপর দলের অধিনায়ক হবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। উল্লেখ্য বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হবে। সেই সভাতেই সৌরভকে ঘীরে 'ঝড়' ওঠার সম্ভাবনা রয়েছে। ম্যাচে অংশ নেওয়ার কথা আছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনেরও। 

মোতেরা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ ১৪ হাজার ৪০০। যেটি কিনা ধারণক্ষমতায় ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। আর এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠেই প্রথমবারের কূটনীতির মাঠ থেকে খেলার মাঠের লড়াইয়ে নামবেন সৌরভ ও জয়।

ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা। ঘরোয়া টুর্নামেন্ট মাঠে ফেরানো নিয়ে সিদ্ধান্ত আসবে এই সভাতেই। ২০২১ সালের আইপিএলেই নতুন দুইটি দল যুক্ত করার পরিকল্পনা থাকলেও সময়ের অভাবে তা হয়তো সম্ভব হচ্ছে না। পরের আসর থেকেই আরো দুইটি দল যুক্ত করে ১০ দলে উন্নিত করার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।চ

গুরুত্বপূর্ণ এই সভার আগ মুহূর্তে বেশ খানিকটা চাপে রয়েছেন বিসিসিআই বস। বেশ কিছু কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করায় বোর্ডের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে তাঁর। অনুমেয়ভাবেই একারণেই বোর্ডের অন্যান্য সদস্যদের প্রশ্নবানে জর্জরিত হতে হবে সৌরভকে।