My Sports App Download
500 MB Free on Subscription


চতুরতা কাজে লাগিয়ে ধারাবাহিক স্মিথ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রীতিমত রানবন্যা বইয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। রবিবার ৬৪ বলে ১০৪ রানের ইনিংসটিতে উইকেটের চারপাশে সমানতালে হাত খুলে খেলেছেন তিনি। এটিকেই তাঁর ধারাবাহিকতার অন্যতম কারন মানছেন এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ইতিহাস খুব একটা সুখকর নয়। এতবড় ব্যাটিং লাইন আপ নিয়েও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের গতির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেন না তারা। অথচ অস্ট্রেলিয়ার টপ অর্ডাদের সাজঘরে ফেরাতে ঘাম ছুঁটে যাচ্ছে ভারতীয় বোলারদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে যে অস্ট্রেলিয়া ছয় ব্যাটসম্যানের মোট রান সংখ্যা ৩৮৯।

এর মধ্যেই সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। ১০৪ রানের চোখ জুড়ানো ইনিংসটি তিনি সাঁজিয়েছিলেন ১৪ টি চার এবং ২ টি ছক্কার মারে। উইকেটের চাপাশে এভাবে হাত খুলে খেলার কারন হিসেবে নিজের চাতুর্যের ভূমিকা দেখছেন তিনি। এমনকি কয়েক সপ্তাহ আগে হাত বড় শটস খেলার অনুশীলন করছিলেন বলেও জানান স্মিথ।

ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার জয়ের পর তিনি বলেন, 'আমি আগের থেকেই অনেক বেশি চতুরতার সঙ্গে ব্যাট করছি এবং এটা কাজে আসছে। কয়েক সপ্তাহ আগে আমি বলকে আরো জোরে আঘাত করার অনুশীলন করেছিলাম। রেকর্ড আমাকে বেশি ভাবায় না। তবে দলের জন্য রান করতে পেরে খুব আনন্দিত অনুভব করছি। ক্রিকেটাররা ফিল্ডিংয়েও অসাধারণ করেছে। তাই জয়টা সহজ হয়েছে আমাদের জন্য।'

ব্যাটিংয়ে দুই ম্যাচেই ধারাবাহিক থাকার পিছনে এ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারের ভূমিকা দেখছেন টেস্টের এক নম্বর এই ব্যাটসম্যান। কেননা অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে এই দুইজনের ব্যাটে ভর করেই ১৪২ রানের উড়ন্ত শুভসূচনা করেছিল। এজন্য তাদের জুটি ভাঙ্গার পর প্রথম বল থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছিলেন বলেও জানিয়েছেন স্মিথ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'প্রথম বল থেকেই আমি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম। ডেভিড এবং ফিঞ্চ আবারো অসাধারণভাবে ইনিংসের গোড়াপত্তন করেছিল। এটাই প্রমাণিত করে আপনার জন্য উইকেটে কি অপেক্ষা করছে। ভারতের বিপক্ষে আপনাকে বড় সংগ্রহ করতেই হত। সৌভাগ্যবশত আমরা সেটা করতে পেরেছিলাম।'

  •